নয়াদিল্লি: মৃত্যুর পরে চিকিৎবিদ্যা সংক্রান্ত বৈজ্ঞানিক পরীক্ষার জন্য দেহদানের অঙ্গীকার করলেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি ট্যুইট করে এ কথা জানিয়েছেন। নয়াদিল্লির এইএমসের অ্যানাটমি বিভাগে দেহদান করার কথা জানিয়েছেন তিনি।



৫৫ বছর বয়সি এই লেখিকা ১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকেই তিনি ভারতে আছেন। বাংলাদেশের মতোই ভারতেও কট্টরপন্থীদের রোষে পড়তে হয়েছে তাঁকে। বিক্ষোভের জেরে ২০০৭ সালে তাঁকে কলকাতা ছাড়তে হয়। তবে তিনি এদেশে স্থায়ীভাবে থাকার জন্য নাগরিকত্বের আবেদন জানিয়েছেন। এ বিষয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি স্বরাষ্ট্রমন্ত্রক।