নয়াদিল্লি: ফের বিক্ষোভের মুখে লেখিকা তসলিমা নাসরিন। এবার তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। বিক্ষোভের জেরে বিমানবন্দর থেকে বেরোতে পারলেন না লেখিকা।


গতকাল সন্ধ্যায় মুম্বই থেকে চিকলথানা বিমানবন্দরে আসেন তসলিমা। ৩ দিনের সফরে ঔরঙ্গাবাদে গিয়েছিলেন তমলিমা। অজন্তা এবং ইলোরা ঘুরে দেখার কথা ছিল তাঁর। কিন্তু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওই সময় বিমানবন্দরের বাইরে এআইএমআইএম বিধায়ক ইমতিয়াজ জলিলের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছিলেন একদল মানুষ। বিক্ষোভকারীরা তসলিমা গো ব্যাক স্লোগানও দেন। পুলিশ তসলিমাকে আটকায়। তিনি বিমানবন্দরের বাইরে গেলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে বলে পুলিশের তরফে লেখিকাকে জানানো হয়। এর পরই তিনি মুম্বইতে ফিরে আসেন।

ডেপুটি কমিশনার অফ পুলিশ রাহুল শ্রীরাম বলেছেন, তসলিমার যে হোটেলে থাকার কথা ছিল, তার বাইরেও বিক্ষোভ দেখানো হয়। আইন-শৃঙ্খলার সমস্যা হওয়ার আশঙ্কাতেই তসলিমাকে মুম্বইয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁকে বিষয়টি বোঝানো হয়। এরপর তিনি পরবর্তী উড়ান ধরেন।