মুম্বই: টাটা গোষ্ঠীতে রদবদলের পর শেয়ার বাজারে পতন অব্যাহত। বাজার খুলতেই টাটার শেয়ারে ৩-৫ শতাংশ পতন। প্রভাব পড়েছে টাটা পাওয়ার, টাটা স্টিল, টাটা মোটরস, টাটা বেভারেজ এবং টাটা কমিউনিকেশনের শেয়ারে। টাটা পাওয়ারে ৩ শতাংশ, টাটা মোটরসে ২.৭৫ শতাংশ ও টাটা কমিউনিকেশনে ৪ শতাংশ হারে শেয়ারের দামে পতন। চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রির অপসারণ ও তারপর তাঁর বিস্ফোরক চিঠির প্রভাব টাটা শেয়ারে পড়েছে বলে মনে করা হচ্ছে। টাটা সন্সের পরিচালন পর্ষদের সদস্যদের কাছে লেখা চিঠিতে সাইরাজ সংস্থার বেশ কয়েকটি ব্যবসার খারাপ অবস্থা তুলে ধরেছেন।

টাটা কেমিক্যালস, টাটা কফি, টাটা ইনভেস্টমেন্ট কর্প, টিসিএস-এরও শেয়ার পড়েছে।

টাটা গোষ্ঠীর মূল হোল্ডিং সংস্থা টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সাইরাজের অপসারণের পর শেয়ার বাজারে তার  প্রভাব নিয়ে জল্পনা ছিলই। এরইমধ্যে সাইরাজ তাঁর বিস্ফোরক চিঠিতে দাবি করেন যে, বেশ কিছু ব্যবসা এমন অবস্থায় দাঁড়িয়ে যে কোম্পানির হিসেবের খাতা থেকে ১৮ বিলিময় মার্কিন ডলার সম্পদ মুছে দেওয়ার মুখে টাটা গোষ্ঠী। সাইরাজের এই অভিযোগ সম্পর্কে কয়েকটি টাটা কোম্পানির কাছে গতকাল রাতেই ব্যাখ্যা চেয়েছিল স্টক এক্সচেঞ্চগুলি।

নিয়ন্ত্রক সংস্থা সেবি ও স্টক এক্সচেঞ্চগুলি টাটার নথিভুক্ত কোম্পানিগুলির শেয়ার গতিবিধি ও ব্যবসার পরিমাণের দিকে নজর রাখছে।