ভোপাল: বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের ট্যাটু। এ জন্য সেনাবাহিনীতে তাঁর চাকরি হল না বলে দাবি করেছেন এক তরুণ। মধ্যপ্রদেশের টিকমগড় জেলার ২৩ বছরের সৌরভ বিলগাইইয়ান বলেছেন, তিনি সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী। পাঁচবার এজন্য চেষ্টা করেছেন তিনি। কিন্তু সব বিষয়ে উতরে গেলেও শুধুমাত্র বুকে মোদী ও শিবরাজের ট্যাটু থাকার কারণে সেনা তাঁর প্রার্থীপদ খারিজ করে দিয়েছে বলে অভিযোগ সৌরভের। এর কারণ জানতে তিনি এই দুই নেতার সঙ্গে দেখা করতে চান। তাঁর বুকের ট্যাটুতে লেখা, ‘যব তক সুরজ চাঁদ রহেগা শিবরাজ মামা অউর মোদী কা নাম রহেগা’।

সংবাদমাধ্যমকে সৌরভ বলেছেন, ২০১৪-তে মহারাষ্ট্রে পুনের কারাডিতে প্রথম সেনার চাকরি যোগ দেওয়ার চেষ্টা করেন। এরপর অনুপ্পুর ও গুনার আর্মি ক্যাম্পে যান। সব জায়গাতেই তাঁর চাকরির চেষ্টা ব্যর্থ হয়। দশম শ্রেণী উত্তীর্ণ সৌরভের দাবি, শারীরিক মাপঝোকের সময় বুকে ট্যাটু দেখে তাঁকে সব জায়গাতেই বাতিল করে দেওয়া হয়।

২০১৪-র লোকসভা নির্বাচনের আগে সৌরভ মোদীর দ্বারা প্রভাবিত হন। শিবরাজেরও বড় ভক্ত তিনি। ২০১৪-র ফেব্রুয়ারিতে এই ট্যাটু করান তিনি।