নয়াদিল্লি: ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকা ও তার বেশি নগদ তুললে চাপানো হোক কর। কার্ডে কেনাকাটা করমুক্ত করা হোক। স্মার্টফোন কিনতে হাজার টাকা ভর্তুকি দিক কেন্দ্র। প্রধানমন্ত্রীকে সুপারিশ মুখ্যমন্ত্রীদের নিয়ে গঠিত কমিটির। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন এই কমিটির দাবি, দেশে ডিজিটাল লেনদেনে উত্সাহ দিতেই এই প্রস্তাব।
ডিজিটাল লেনদেন উত্সাহিত করা সংক্রান্ত কমিটির অন্তর্বর্তী রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জমা দিয়েছেন চন্দ্রবাবু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং।
রিপোর্টে আধার কার্ড ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বলা হয়েছে, এই ইউনিক আইডেন্টিটি নম্বর নো ইওর কাস্টমার (কেওয়াইসি)-র ক্ষেত্রে প্রথম পরিচয়পত্র হওয়া উচিত।
এছাড়াও বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান, সার ক্রয়, গণবন্টন ব্যবস্থা ও পেট্রোলিয়াম পণ্য ক্রয়ের মতো সমস্ত সরকারি ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের বন্দোবস্ত করারও সুপারিশ করা হয়েছে রিপোর্টে। গ্রামীন ও শহুরে সমবায় ব্যাঙ্কগুলিকে অবিলম্বে ডিজিটাল লেনদেনের আওতায় নিয়ে আসারও প্রস্তাব দেওয়া হয়েছে।
ব্যাঙ্ক থেকে ৫০ হাজার টাকার বেশি তুললে চাপানো হোক কর, প্রস্তাব মুখ্যমন্ত্রীদের কমিটির
ABP Ananda, web desk
Updated at:
25 Jan 2017 10:36 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -