নয়াদিল্লি: প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কের সময়সীমা বাড়ল। প্যান-আধার সংযুক্তিকরণে মিলবে আরও চার মাস। আজই ছিল প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কের শেষ দিন। ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল প্যান-আধার লিঙ্কের সময়সীমা।
বিভিন্ন সামাজিক প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে আধার কার্ড ঘোষণা করার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা গতকালই সুপ্রিম কোর্টে জানায় কেন্দ্র। তারপরই আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা বৃদ্ধির সম্ভাবনাও জোরালো হয়।
প্যান কার্ডের সঙ্গে আধারকে যুক্ত করার জন্য সম্প্রতি, আয়কর আইনে সংশোধনী আনে কেন্দ্র। সেই মোতাবেক, চলতি বছরের ১ জুলাই অনুযায়ী যাঁদের প্যান কার্ড রয়েছে এবং যাঁরা আধার কার্ড পাওয়ার যোগ্য, বাধ্যতামূলকভাবে সেই তথ্য আয়করকে জানাতে হবে।
যদিও, এই আওতা থেকে বাদ দেওয়া হয়, অনাবাসী ও প্রবাসী ভারতীয়, ৮০ বছরের ঊর্ধ্ব বয়স্করা। এছাড়া বাদ দেওয়া হয় অসম, মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের।
গত ৩১ জুলাই আয়কর দফতরের থেকে জানানো হয়, যাঁদের আধার নেই, তাঁরা আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। কিন্তু, যতক্ষণ না আধার জমা করছেন, তাঁদের ফাইল প্রসেস হবে না। এ-ও বলা হয়, যতক্ষণ না বলা হচ্ছে, আধারের সাংবিধানিক বৈধতা নেই, ততদিন প্যান ও আধারের সংযুক্তিকরণ প্রক্রিয়া চলবে।