মুম্বই: টাটা সন্সের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন টিসিএস প্রধান এন চন্দ্রশেখরণ। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন তিনি। টাটা গ্রুপের ১৫০ বছরের ইতিহাসে এই প্রথম এমন একজন ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলেন, যিনি পার্সি নন।
টাটা সন্সের মোট সম্পত্তির পরিমাণ ১০৩ বিলিয়ন মার্কিন ডলার। সাইরাস মিস্ত্রি বরখাস্ত হওয়ার পর থেকেই কর্পোরেট জগতের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গিয়েছিল। দু মাস ধরে চলা সেই লড়াইয়ের শেষে টাটা সন্সের প্রধান হলেন ৫৪ বছর বয়সি চন্দ্রশেখরণ, যিনি কর্পোরেট জগতে চন্দ্র নামেই জনপ্রিয়।
টাটা সন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বোর্ড অফ ডিরেক্টরসের বৈঠকে সর্বসম্মতভাবে চন্দ্রশেখরণকে এগজিকিউটিভ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর চন্দ্রশেখরণ বলেছেন, ‘টাটা সংস্থায় নীতি ও মূল্যবোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবাইকে নিয়ে চলতে চাই।’
টাটা সন্সের নয়া চেয়ারম্যান টিসিএস প্রধান চন্দ্রশেখরণ
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jan 2017 10:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -