কেন্দ্রের বিরুদ্ধে চন্দ্রবাবুর অভিযোগ ভিত্তিহীন, দাবি অমিত শাহের, পাল্টা টিডিপি প্রধানের
Web Desk, ABP Ananda | 24 Mar 2018 07:57 PM (IST)
নয়াদিল্লি: তেলুগু দেশম পার্টি (টিডিপি) এনডিএ ছাড়ার পর প্রথমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর দাবি, কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগ করছেন চন্দ্রবাবু, তা অসত্য ও ভিত্তিহীন। তিনি উন্নয়নের কথা ভাবছেন না। রাজনৈতিক কারণেই তিনি এই ধরনের কথা বলছেন। চন্দ্রবাবুর উদ্দেশে লেখা ৯ পাতার চিঠিতে কেন্দ্রের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দিয়েছেন অমিত। তাঁর দাবি, ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পর এই রাজ্যের উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে সবই পূরণ করা হয়েছে। বিজেপি সভাপতির এই আক্রমণের জবাব দিয়েছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু। তিনি পাল্টা বলেছেন, ‘অমিত শাহের চিঠি মিথ্যা তথ্যে ভর্তি। এতেই তাঁর মনোভাব বোঝা যাচ্ছে। এখনও উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বিশেষ সুবিধা দিচ্ছে। অন্ধ্রপ্রদেশকেও যদি একই সুবিধা দেওয়া হত, তাহলে এই রাজ্যে অনেক শিল্প আসত।’ বিজেপি সভাপতির আরও অভিযোগ, কেন্দ্রের দেওয়া অর্থ কীভাবে খরচ করা হয়েছে, সে বিষয়ে উপযুক্ত তথ্য দিতে পারেনি অন্ধ্র সরকার। চন্দ্রবাবু বলেছেন, তাঁর সরকার খরচের হিসেব দিতে বাধ্য নয়। এতেই বোঝা যাচ্ছে, তাঁর সরকারের কাজকর্মে খামতি আছে। অমিতের এই অভিযোগও খারিজ করে দিয়ে চন্দ্রবাবু দাবি করেছেন, ‘অমিত শাহ চিঠিতে লিখেছেন, রাজ্যকে অনেক টাকা দিয়েছে কেন্দ্র কিন্তু আমরা সেই টাকা কাজে লাগাতে পারিনি। তাঁরা বলার চেষ্টা করছেন, অন্ধ্রপ্রদেশ সরকার অদক্ষ। আমাদের সরকারের আমলে জিডিপি-র উন্নতি হয়েছে। কৃষিরও উন্নতি হয়েছে। আমরা অনেক জাতীয় পুরস্কারও পেয়েছি। সেটাই আমাদের ক্ষমতা। কেন আপনি মিথ্যা বলছেন?’