মহিলার সঙ্গে ‘দুর্ব্যবহার’, অভিযুক্ত দেশম নেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2016 01:35 PM (IST)
হায়দরাবাদ: রাজনীতিকদের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নতুন কিছু নয়। এবার এই অভিযোগ উঠল তেলগু দেশমের কর্পোরেটর উম্মাদি ভেঙ্কটেশ্বরা রাওয়ের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, শুক্রবার দিল্লি থেকে হায়দরাবাদমুখী এয়ার ইন্ডিয়ার উড়ানে বছর পঁয়ত্রিশের এক মহিলার পাশে রাওয়ের সিট পড়েছিল। তখন নাকি তেলগু দেশম নেতা তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন, তাঁর গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেন তিনি। ভদ্রমহিলা বিমানকর্মীদের বিষয়টি জানালে তাঁরা ওই টিডিপি নেতার আসন বদলে দেন। এরপর বিমান হায়দরাবাদ পৌঁছলে মহিলা তাঁর বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন, পরে এফআইআর করেন পুলিশেও। শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে উম্মাদি ভেঙ্কটেশ্বরা রাওয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -