নয়াদিল্লি: ফের এনডিএ-র শরিক বিচ্ছেদ। জোট ছাড়তে চলেছে টিডিপি? জল্পনা তুঙ্গে। সূত্রের খবর,সম্ভবত আজই এনডিএ ছাড়ার কথা ঘোষণা করতে পারেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্য ঘোষণার দাবি নিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সঙ্গে টিডিপি-র টানাপোড়েন বাড়ছে। এরইমধ্যে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী জানিয়েছেন, ২০১৯-এ দল ক্ষমতায় এলে অন্ধ্রকে বিশেষ রাজ্যের তকমা দেওয়া হবে।
যদিও কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেওয়া সম্ভব নয়। এই অবস্থায় অন্ধ্রের ক্ষমতাসীন টিডিপি-র বেশিরভাগ বিধায়ক ও বিধান পরিষদ সদস্য বিজেপির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পক্ষে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী তথা টিডিপি সভাপতি চন্দ্রবাবু কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে দলের দুই মন্ত্রীর ইস্তফার মাধ্যমে সম্পর্ক বিচ্ছেদের সূচনা করতে পারেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন টিডিপি-র দুই মন্ত্রী অশোক গজপতি রাজু এবং ওয়াই এস চৌধুরী।
অন্ধ্রের বিশেষ রাজ্যের মর্যাদার দাবিতে সংসদে গাঁধী মূর্তির পাদদেশে টিডিপি সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। চন্দ্রবাবুও জানিয়েছেন, কেন্দ্র দাবি মানলে ভালো। নাহলে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চলবে। টিডিপি-র অভিযোগ, কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রপ্রদেশকে উপেক্ষা করা হয়েছে। অমরাবতীতে জরুরি বৈঠক ডেকে এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে আলোচনায় বসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর হস্তক্ষেপে তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরপর ফের বিজেপির বিরুদ্ধে জোটধর্ম না মানা এবং প্রতারণার অভিযোগে সরব হয়েছে টিডিপি।
অন্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদার দাবিতে কংগ্রেস দিল্লির সংসদ মার্গে বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভে যোগ দিতে এসে রাহুল জানিয়েছেন, কংগ্রেস ক্ষমতায় এলে অন্ধ্রকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হবে।
আগামী বছর অন্ধ্রে বিধানসভা নির্বাচন। এই অবস্থায় বিশেষ রাজ্যের ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। রাজ্যের বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস ইস্যুটি নিয়ে জোর প্রচার চালাচ্ছে। এনডিএ-র শরিক টিডিপি- বিষয়টি নিয়ে কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট। এই অবস্থায় এই ইস্যুতে চতুর্মুখী চাপের মুখে পড়েছে বিজেপি। ২০১৪-র লোকসভা নির্বাচনে অন্ধ্রের ২৫ লোকসভা আসনের মধ্যে টিডিপি ১৫, ওয়াইএসআর কংগ্রেস ৮ এবং বিজেপি দুটি আসনে জিতেছিল। কংগ্রেস খাতা খুলতে পারেনি।