টিডিপি বেশ কিছুদিন ধরেই অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদার দাবি জানিয়ে আসছে। কেন্দ্রীয় সরকার এই দাবি না মানায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন টিডিপি সাংসদরা। এনডিএ থেকেও বেরিয়ে আসে টিডিপি। এরপর সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও পেশ করে টিডিপি। যদিও সংসদে হই-হট্টগোল চলায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি। এরই মধ্যে শুক্রবার থেকে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদার দাবিতে অনশন শুরু করেছেন ওয়াই এস আর কংগ্রেসের নেতারা। পাঁচজন দলীয় সাংসদ পদত্যাগও করেছেন। এই পরিস্থিতিতে আজ সকালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ওয়াই এস চৌধুরীর বাড়িতে বৈঠকে বসে টিডিপি। সেই বৈঠকেই প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।