পুণে: শুধু চা বিক্রি করে মাসে ১২ লক্ষ টাকা আয়ের লক্ষ্যমাত্রা রেখে নয়া নজির গড়ার পথে পুণের এক চা-বিক্রেতা। এমনকি ওই চা-বিক্রেতার ইওলে টি হাউস নামের চায়ের স্টলটি এখন শহরের অন্যতম জনপ্রিয় চায়ের দোকানের একটি।
দোকানের মালিক নভনাথ ইওলে জানিয়েছেন, খুব তাড়াতাড়িই নিজের এই চায়ের দোকানকে বিদেশে নিয়ে যাবেন তিনি। এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে নভনাথ বলেন, পাকোড়ার ব্যবসার মতো চায়ের দোকানও বিশাল রোজগারের মাধ্যম হয়ে উঠছে। এছাড়া তৈরি করছে নতুন কর্মসংস্থানও। তাই তিনি ভীষণই খুশি।
বর্তমানে ইওলে টি হাউসের তিনটি শাখা রয়েছে পুণে শহরে। প্রতিটি শাখায় বারো জন কর্মী কাজ করছেন। এরপর সারা দেশ ও বিদেশেও এই চায়ের দোকানের শাখা বিস্তারের ভাবনা রয়েছে নভনাথের।
চায়ের দোকান করে মাসে ১২ লক্ষ টাকা আয়ের লক্ষ্যমাত্রা রাখল পুণের এক ব্যবসায়ী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Mar 2018 12:50 PM (IST)
ছবি সৌজন্যে এএনআই
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -