চণ্ডীগড়: শনিবার পাক সেনার আচমকা গুলিতে শহিদ হয়েছেন তাঁর ছেলে সিপাই পারগত সিংহ। শোকে ভেঙে পড়ে বাবা রতন সিংহ দাবি করেছেন, এই মৃত্যুর বদলা নিক কেন্দ্র।
কাশ্মীরের রাজৌরি জেলার কেরি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান। এতে শহিদ হন ১ মেজর সহ ৪ ভারতীয় সেনা। তাঁদেরই একজন পারগতের বাড়ি হরিয়ানার কার্নাল জেলার রাম্বা গ্রামে। তাঁর বাবা রতন সিংহ বলেছেন, কেন্দ্রের অবশ্যই উচিত পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া। কেন সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। সরকারকে অবশ্যই ওদের মুখের মত জবাব দিতে হবে।
কান্নায় ভেঙে পড়ে পারগতের স্ত্রী রামনপ্রীত কৌর জানিয়েছেন, শনিবার তাঁকে ফোন করেন তাঁর স্বামী কিন্তু আচমকা ফোন কেটে দেন। তারপর তাঁর মৃত্যুর খবর আসে।
পারগতের ৫ বছরের একটি ছেলে রয়েছে। তাঁর বাবা জানিয়েছেন, গোটা পরিবার তাঁর এই বলিদানের জন্য গর্বিত।
পাকিস্তানকে শিক্ষা দিন, কাশ্মীরে শহিদ সেনার বাবার আর্জি কেন্দ্রকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Dec 2017 12:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -