হরিদ্বার:  স্কুলের দুই ছাত্রী ইংরেজি পরীক্ষায় খারাপ নম্বর পেয়েছিল। সেইজন্যে দুই ছাত্রীর পোশাক খুলে প্রকাশ্যে তাদের শাস্তি দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিদ্বারের জেপি ইন্টারন্যাশনাল স্কুলে গত ১ অগাস্ট। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরও হয়েছে বলে জানিয়েছে জেলার এসপি (রুরাল) মনীকান্ত মিশ্র।

দুই পড়ুয়ার পরিবারের  অভিযোগ, প্রথমে ওই মহিলা শিক্ষক তাদের বাচ্চাদের বকাবকি করে। তারপর বাধ্য করে ক্লাসের সকলের সামনে তাদের শার্ট খুলতে। ঘটনা জানাজানি হওয়ার পরই ছাত্রীদের বাড়ির লোক শিক্ষিকার শাস্তির দাবিতে স্কুলে এসে তাণ্ডব শুরু করেন। টানা দুদিন ধরে চলে সেই বিক্ষোভ। এরপরই অভিযুক্ত শিক্ষককে স্কুল কর্তৃপক্ষের তরফে ছেড়ে দিতে বলা হয়। তারপরই তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে ছাত্রীদের বাড়ির লোক। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।