চেন্নাই: পড়ুয়ার জামায় মাসিকের রক্তের দাগ লেগে থাকায় শিক্ষক বকাঝকা করেছিলেন। অপমানে আত্মঘাতী হল তামিলনাড়ুর ১২ বছরের এক ছাত্রী।

গতকাল স্কুল থেকে বাড়ি ফিরে সপ্তম শ্রেণীর ওই ছাত্রী তিরুনেলভেলিতে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

সে একটি সুইসাইড নোটও রেখে গিয়েছে। ওই নোটে শিক্ষকের বকুনির কথা লিখেছে ওই ছাত্রী।

সরকারি স্কুলের ওই শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ক্লাসরুমে ওই ছাত্রীর পোশাকে রক্তের দাগ দেখতে পায় সহপাঠীরা। সে শিক্ষকের কাছে ওয়াশরুমে যাওয়ার অনুমতি চায়। জবাবে, সহপাঠীদের সামনেই ওই শিক্ষক ছাত্রীটিকে বকাঝকা করেন। ব্যাপারটির এখানেই শেষ হয়নি। ওই শিক্ষক ছাত্রীটিকে প্রিন্সিপালের কাছে নিয়ে যান। প্রিন্সিপালও ওই ছাত্রীকে তিরস্কার করেন বলে অভিযোগ।

ছাত্রীটির মৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা স্কুলের বাইরে গিয়ে বিক্ষোভ দেখান। পুলিশ ক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেয়। ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছে পুলিশ।