শ্রীনগর: বিয়ের দিনেই স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হল শিক্ষক দম্পতিকে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় একটি বেসরকারি স্কুলের কর্তৃপক্ষ তাঁদের বরখাস্ত করার সিদ্ধান্তের কারণ হিসেবে বলেছে, ওই দম্পতির প্রেম পড়ুয়াদের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে।
গত কয়েক বছর ধরেই পামপোরের মুসলিম এডুকেশনাল ইন্সস্টিটিউটের শিক্ষকতা করতেন ত্রালের বাসিন্দা তারিক ভাট ও সুমায়া বশির। তাঁরা স্কুলের ছাত্র ও ছাত্রী বিভাগে চাকরি করতেন।
ওই শিক্ষক দম্পতির অভিযোগ, গত ৩০ নভেম্বর বিয়ের দিনই তাঁদের বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ।
তাঁদের বরখাস্তের বিষয়ে মুখ খুলতে চাননি প্রিন্সিপাল। তবে স্কুলের চেয়ারম্যান বশির মাসুদি বলেছেন, বিয়ের আগে থেকেই তারিক ও সুমায়ার প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের এই রোমান্স স্কুলের হাজার দুয়েক পড়ুয়া ও ২০০ কর্মীর পক্ষে একেবারেই ভালো নয়। এতে পড়ুয়াদের ওপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে।
এর অতিরিক্ত কোনও প্রশ্নের জবাব দেননি চেয়ারম্যান। তিনি এ ব্যাপারে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
যদিও তারিক ও সুমায়ার দাবি, তাঁদের এই বিয়ে দেখাশোনা করে হয়েছে। কয়েকমাস আগে তাঁদের বাগদান হয়। পুরো স্কুল কর্তৃপক্ষই তা জানত। কারণ, বাগদানের অনুষ্ঠানের পর স্কুলের কর্মীদের জন্য সুমায়া একটি পার্টিও দিয়েছিল।
তারিক বলেছেন, বিয়ের একমাস আগে তাঁরা ছুটির আবেদন করেছিলেন। স্কুল কর্তৃপক্ষ তা মঞ্জুরও করে। তাঁর প্রশ্ন, তাঁদের মধ্যে যদি প্রেমের সম্পর্ক ছিল, তাহলে স্কুল কর্তৃপক্ষ কি বিয়ের দিন ঘোষণার পর তা জানত পারল?
ওই শিক্ষক যুগল বলেছেন, তাঁরা বিয়ে করেছেন। কোনও পাপ করেননি।
'রোমান্সে' ক্ষতি হবে পড়ুয়াদের, যুক্তি দেখিয়ে বিয়ের দিন শিক্ষক-যুগলকে বরখাস্ত করল স্কুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Dec 2017 12:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -