আহমেদনগর: ৮ বছরের ছেলেটি একটা অঙ্ক করতে পারেনি। রাগে অন্ধ হয়ে শিক্ষক তার গলায় নিজের হাতে থাকা বেতটা ঢুকিয়ে দিয়েছেন বলে অভিযোগ। শিশুটির শ্বাসনালী ও খাদ্যনালী দুই-ই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মহারাষ্ট্রের একটি সরকারি স্কুলে মঙ্গলবার ঘটেছে এই ঘটনা। আহমেদনগরের কারজাত উপজেলার পিম্পলগাঁও গ্রামের জেলা পরিষদ স্কুলে। দ্বিতীয় শ্রেণির রোহন জাঞ্জিরেকে একটি অঙ্ক দেন তার শিক্ষক চন্দ্রকান্ত সোপান শিন্ডে। রোহন নাকি তা করতে পারেনি। রাগের মাথায় সামনে থাকা কাঠের লিকলিকে বেতটা চন্দ্রকান্ত তার গলার মধ্যে ঢুকিয়ে দেন বলে অভিযোগ।

সঙ্গে সঙ্গে কথা বন্ধ হয়ে যায় রোহনের। আতঙ্কে অন্য ছেলেমেয়েরা ছুটে বেরিয়ে যায় ক্লাস থেকে। খবর পেয়ে এসে পড়েন প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। আহত ছেলেটিকে তখনই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় পুনের হাসপাতালে। এখন সে আইসিইউ-তে ভর্তি।

অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রোহনের মায়ের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে পুলিশি তদন্ত। যদিও অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, রোহনের সঙ্গে কথা বলে দরকারমত যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।