ভিল্লুপুরম: পড়ে মোটে ক্লাস ফোরে। পড়াশোনায় মন নেই, দিদিমণিদের কথা শোনে না। স্রেফ এই কারণে পালি এলাকার এক সরকারি প্রাথমিক স্কুলে ৮ ছাত্রছাত্রীর পা ধূপের আগুনে পুড়িয়ে দিলেন শিক্ষিকা। অভিযুক্ত শিক্ষিকার নাম বৈজয়ন্তী। তিনি জানিয়েছেন, যাতে ওই অবাধ্য, দুষ্টু ছেলেমেয়েরা পড়াশোনায় মন দেয়, তাই তাদের পায়ে ধূপ জ্বালিয়ে ছ্যাঁকা দিয়েছেন তিনি। অভিযুক্ত শিক্ষিকাকে পুলিশ গ্রেফতার করেছে।


পুলিশ জানিয়েছে, শিক্ষিকা দাবি করেছেন, ছেলেমেয়েগুলিকে শৃঙ্খলা শেখানোই তাঁর উদ্দেশ্য ছিল। কিছুক্ষণ পায়ের ওপর রাখার পর ধূপ সরিয়ে দেন তিনি। কিন্তু ক্লাস ফোরের ছাত্রছাত্রীদের এমন ঘোরতরভাবে ‘শিক্ষা’ দেওয়ার কী প্রয়োজন ছিল, তা বলতে পারেননি ওই শিক্ষিকা।

ঘটনার পর উত্তেজিত অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান। শিক্ষা দফতর এ ব্যাপারে তদন্ত করে অভিযুক্তকে সাসপেন্ড করেছে। এই ঘটনায় জেরা করা হচ্ছে আর এক শিক্ষককে।