পড়া না করার শাস্তি; মহারাষ্ট্রের কোলাপুরে ১৩ বছরের অসুস্থ ছাত্রীতে ৩০০ বার ওঠবোস করালেন শিক্ষক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Dec 2017 12:20 PM (IST)
কোলাপুর: ১৩ বছরের মেয়েটি অসুস্থ, ক্লাসের পড়া করে আসেনি। এই অপরাধে শিক্ষক তাকে ৩০০ বার ওঠবোস করালেন। আরও অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করতে হয় ওই ছাত্রীকে। মহারাষ্ট্রের কোলাপুরের কানুর বুদরিক গ্রামের শ্রী ভবশ্বরী সন্দেশ বিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত শিক্ষকের নাম অশ্বিনী অশোক দেবান, তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ১৩ বছরের মেয়েটি পড়ে অষ্টম শ্রেণিতে। ক্লাসে পড়া না করে আসায় ৮ জন পড়ুয়াকে শাস্তি দেন ওই শিক্ষক, তাদের মধ্যে সেও ছিল। ৩০০ বার ওঠবোসের পর সে আরও অসুস্থ হয়ে পড়ে। এমনকী হাসপাতালে ভর্তি করাতে হয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অজান্তে অপরাধের দায়ে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছাত্রছাত্রীদের বিনা বাধায় শিক্ষার অত্যাবশ্যক অধিকার আইন লঙ্ঘন করেছেন তিনি। ওই আইনে পড়ুয়াদের কঠোর শাস্তি দেওয়া নিষেধ।