ঠানেতে ধর্মীয় শিক্ষাকেন্দ্রে ৫ বছরের মেয়েকে বারবার ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
Web Desk, ABP Ananda | 18 Nov 2017 05:12 PM (IST)
ঠানে (মহারাষ্ট্র): মুম্বরায় একটি ধর্মীয় শিক্ষাকেন্দ্রের ভিতরে ৫ বছরের মেয়েকে বারবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক। অভিযুক্ত ৩৫ বছর বয়সি। বিহারের লোক। মাত্র ১৫ দিন হল ওই শিক্ষাকেন্দ্রে যোগ দিয়েছেন আরবি পড়ানোর ওই শিক্ষক। গত সপ্তাহে তিনি বেশ কয়েকবার মেয়েটিকে ধর্ষণ করেন। মুম্বরা থানার ইনসপেক্টর সি এম মুজওয়ার জানান, মেয়েটি মাকে তাঁর ওপর ঘটে চলা যৌন অত্যাচারের কথা জানানোর পর অভিযোগ দায়ের হয়। গ্রেফতার করা হয় শিক্ষককে। ১২ বছরের কম বয়সি মেয়েকে ধর্ষণের মামলা রুজু হয়েছে। ২০১২-র শিশু যৌন নির্যাতন রোধ আইনের নানা ধারায় জড়ানো হয়েছে অভিযুক্তকে।