ক্লাসে চুপ করিয়ে রাখতে ২টি শিশুপড়ুয়ার মুখে সেলোটেপ সেঁটে দিলেন শিক্ষিকা! সাসপেন্ড করল স্কুল
Web Desk, ABP Ananda | 08 Dec 2018 07:05 PM (IST)
গুরগাঁও: দুটি লোয়ার কেজি ক্লাসের বাচ্চাকে ক্লাস চলাকালে চুপ করিয়ে রাখতে মুখে সেলোটেপ সেঁটে দিলেন শিক্ষিকা! গুরগাঁওয়ের এক বেসরকারি স্কুলের ওই শিক্ষিকাকে শিশু পড়ুয়াদের প্রতি এমন নিষ্ঠুর আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। গত অক্টোবরের ওই ঘটনার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, ওই শিক্ষিকা ক্লাস শান্ত রাখতে দুটি চার বছরের বাচ্চার মুখ সেলোটেপ দিয়ে বন্ধ করে দিচ্ছেন। একটি বাচ্চা ছেলে, অপরটি মেয়ে। তাদের অভিভাবকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে। স্কুলের প্রিন্সিপাল বলেন, আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। সাসপেন্ড করা হয়েছে শিক্ষিকাকে। যদিও শিক্ষিকার দাবি, ওই ২ জন গোটা ক্লাসকে অশান্ত করে তুলেছিল, এমনকী কখনও কখনও নোংরা ভাষায় কথাও বলছিল।