মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ভারতকে হারিয়ে দেওয়ার পর কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমর ফারুকের উচ্ছ্বাস প্রকাশ একেবারেই মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। বিরক্ত-ক্ষুব্ধ গম্ভীর মিরওয়াইজকে তল্পিতল্পা গুটিয়ে পাকিস্তানে চলে যেতে বলেছেন। কিন্তু ক্রিকেটারদের এ ধরনের মনোভাবও পুরোপুরি পছন্দ নয় শিবসেনার। মহারাষ্ট্রের এই দল বলছে, ভারতের ক্রিকেট দল যদি পাকিস্তানের সঙ্গে খেলার বিরোধিতা করত, তাহলেই সবচেয়ে ভালো হত।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের জয়ে মীরওয়াইজ ফারুকের অভিনন্দন, পাকিস্তানে যেতে পরামর্শ গম্ভীরের

শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, সারা দেশই পাকিস্তানের সঙ্গে  যে কোনও স্তরেই কোনওরকম সম্পর্ক বজায় রাখতে নারাজ।

রাউত আরও বলেছেন, তিনি ক্রিকেটারদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে চান না। কিন্তু মিরওয়াইজের মতো লোকদের পাকিস্তানে চলে যেতে বলাটা খুব সহজ। ক্রিকেটারদের সমালোচনা করতে চান না মন্তব্য করেও শিবসেনা নেতা বলেছেন, ভারতের ক্রিকেট দলেরই ম্যাচের বিরোধিতা করা উচিত ছিল। যে ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করতেন, তাঁকে সারা দেশ মাথায় তুলে নাচত বলেও দাবি করেছেন রাউত।

শিবসেনা সাংসদ বলেছেন, বিচ্ছিন্নতাবাদীরা সর্বদাই পাকিস্তানের পক্ষে থাকে।কিন্তু তারা ভারতে বসবাস করেও যেভাবে পাকিস্তানের জয় কামনা করেছে তাতে এ ধরনের আচরণের বিষয়টি সরকারের খতিয়ে দেখা উচিত।