পুনে: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গুলি করে হত্যা করলেন এক তথ্য-প্রযুক্তি কর্মী। ৩৮ বছরের ওই তথ্য-প্রযুক্তি কর্মীর স্ত্রী অঞ্জলি পতিদার (৩৪) একজন চিকিত্সক। তিনি স্ত্রী রোগবিশেষজ্ঞ। হিঞ্জাওয়াড়ি এলাকায় তাঁর ক্লিনিকেই তাঁকে দেশি পিস্তল থেকে গুলি করেন স্বামী ৩৮ বছরের মনোজ পতিদার। অঞ্জলি মনোজের তৃতীয় স্ত্রী।
ওয়াকড় থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর জানিয়েছেন, হিঞ্জাওয়াড়ি এলাকার একটি তথ্য-প্রযুক্তি সংস্থার কর্মী মনোজ এক সপ্তাহ আগে ২০ হাজার টাকা দিয়ে ওই পিস্তলটি কিনেছিলেন। গত বুধবার পারিবারিক অশান্তির জেরে মনোজ ওই পিস্তল থেকে স্ত্রীর কপাল লক্ষ্য করে গুলি করেন বলে অভিযোগ। এরপর বাড়িতে দেড় বছরের সন্তানকে রেখেই পালিয়ে যান।
মনোজের আসল বাড়ি মধ্যপ্রদেশে। তিনি পুনে ছাড়তে পারার আগেই পুলিশ গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে।
জেরায় পুলিশ জানতে পেরেছে, এর আগেও দুবার বিয়ে করেছিলেন মনোজ। কিন্তু দুই স্ত্রী-ই সন্দেহজনকভাবে মারা যান। যদিও মনোজের দাবি, বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আগের দুই স্ত্রী আত্মহত্যা করেছিলেন। কিন্তু এক্ষেত্রেও মনোজকে সন্দেহের উর্ধে রাখছে না পুলিশ।
চিকিত্সক স্ত্রীকে গুলি করে হত্যা তথ্য-প্রযুক্তি কর্মীর
ABP Ananda, web desk
Updated at:
14 Jul 2016 08:04 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -