মুম্বই: কিছুদিন আগে সারা তেন্ডুলকরকে ফোনে বিয়ের প্রস্তাব দিয়ে মহিষাদল থেকে এক যুবক গ্রেফতার হয়েছিলেন। এবার সচিন তেন্ডুলকর কন্যার নামে টুইটারে জাল অ্যাকাউন্ট খুলে গ্রেফতার হলেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওই অ্যাকাউন্ট থেকে এনসিপি প্রধান শরদ পওয়ারের নামে মিথ্যে তথ্য প্রচার করা হত বলে অভিযোগ।


ধৃতর নাম নীতিন শিসোদে, আন্ধেরির বাসিন্দা, বয়স ৩৯। ২ দিন আগে মুম্বইয় পুলিশের সাইবার শাখা গ্রেফতার করেছে তাঁকে। জেরায় জানা গিয়েছে, বলিউডের কয়েকজন অভিনেতা অভিনেত্রীর নামেও তিনি জাল অ্যাকাউন্ট চালাতেন।

পুলিশ তাঁর বাড়ি থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও রুটার বাজেয়াপ্ত করেছে। শিসোদে কম্পিউটার ও ইন্টারনেট সংক্রান্ত কাজকর্মে যুক্ত, অন্যের পরিচয় গ্রহণ করা, লোক ঠকানো ও মানহানির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগ, গত অক্টোবরে সারার এই জাল অ্যাকাউন্ট থেকে শরদ পওয়ারের নামে একটি আপত্তিকর টুইট করা হয়। সচিনের ব্যক্তিগত সচিব এ ব্যাপারে সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। আইপি অ্যাড্রেস সন্ধান করে পুলিশ দেখে, তা আন্ধেরিতে নীতিন শিসোদের ঠিকানা থেকে এসেছে।