হায়দরাবাদ: একটি অ্যাপ কীকরে আরও উন্নত করা যায়, সেই স্বপ্ন ছিল বছর ৩৫-এর এক প্রযুক্তি কর্মীর। কিন্তু স্বপ্ন অধরাই থেকে যায় তাঁর। ব্যর্থতা মেনে নিতে না পেরে মৃত্যুর পথ বেছে নেন তিনি।

 

লাকি গুপ্ত অগ্রবাল নামে ওই ব্যক্তিকে এসআর নগর এলাকায় নিজের বাড়িতেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন গ্রহণ করায় মৃত্যু হয়েছে তাঁর। অগ্রবালের নাকে জড়ানো ছিল একটি মাস্ক। সেটি যুক্ত ছিল ছোট একটি নাইট্রোজেন গ্যাস সিলিন্ডারের সঙ্গে।

 

পুলিশ জানিয়েছে, এই পদ্ধতিতে মৃত্যুতে কোনও শারীরিক কষ্ট হয় না। কোনও ব্যথা যন্ত্রণা অনুভূত হয় না। অথচ নিজেকে শেষ করে দেওয়া যায়। তাই এই পদ্ধতিটি গ্রহণ করেছিল অগ্রবাল। আত্মহত্যা করার জন্য সম্ভবত এই নিয়ে সে গবেষণা করেছিল বলে পুলিশের অনুমান।

 

পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, সম্ভবত অ্যাপের উন্নতির কাজ করতে না পারায় অবসাদগ্রস্থ হয়ে পড়েন তিনি। এতে সফল না হওয়ায় আর্থিক ক্ষতিও হয় তাঁর। এর আগে একটি সফ্টওয়্যার কোম্পানিতে কাজ করতেন অগ্রবাল। চাকরি ছেড়ে দিয়ে অ্যাপের উন্নতি করার কাজে লেগে পড়েন তিনি। কিন্তু অসফল অগ্রবাল ব্যর্থতা মেনে নিতে পারেননি। বেছে নেন চরম পথ।

ময়নাতদন্তে পাঠানো হয়েছে অগ্রবালের দেহ।