স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও লাইভ স্ট্রিম, গ্রেফতার সফটওয়্যার ইঞ্জিনিয়ার
ABP Ananda, web desk | 14 Apr 2017 09:43 AM (IST)
হায়দরাবাদ: স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি গোপনে ল্যাপটপে গোপনে রেকর্ড করে একটি পর্ন সাইটে লাইভ স্ট্রিম দেওয়ার জন্য গ্রেফতার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গত সপ্তাহে এই তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেফতার করা হয়। তাঁর বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তের স্ত্রীও চাকুরিরতা। গত বছরের নভেম্বরে তিনি সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। নিজের এক বন্ধুর কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। ওই সময় ঘুনাক্ষরেও স্বামীর প্রতি সন্দেহ হয়নি তাঁর। তদন্তে নেমে পুলিশ ত্রিসুরের এক ব্যক্তি সন্ধান পায়। ওই ব্যক্তি স্বীকার করেন যে তিনি একটি পর্নসাইট থেকে লাইভ স্ট্রিমিং রেকর্ড করে অন্য একটি পর্ন সাইটে আপলোড করেন। ওই ভিডিও বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে যে, দম্পতির বেডরুমে ল্যাপটপ ক্যামেরা ব্যবহার করে ওই ভিডিও তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বামীর ল্যাপটপে ওই মহিলা স্বামীর সঙ্গে সিনেমা দেখছিলেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে, একই সময় তাঁদের ভিডিও-ও ল্যাপটপের ক্যামেরা ব্যবহার করে তোলা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওয়েবক্যাম চালু রাখার বিষয়টি চাপা দিতে অভিযুক্ত ল্যাপটপে ওই সময় সিনেমা চালিয়ে রেখেছিলেন। একইসঙ্গে অভিযুক্ত চাইছিলেন, তাঁর স্ত্রী যেন মনিটরের দিকে তাকিয়ে থাকেন। অভিযুক্ত পুলিশ গ্রেফতার করেছে। তাঁর ল্যাপটপ ও সেলফোনও দিনদশেক আগে বাজেয়াপ্ত করা হয়েছে। সাইবার ক্রাইম বিভাগের এসিপি এস জয়ারাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ল্যাপটপ পরীক্ষা করে দেখা গেছে যে, অভিযুক্তর বিভিন্ন পর্ন স্ট্রিমিং সাইট ও এসকর্ট সার্ভিস সাইটে অ্যাকাউন্ট রয়েছে। জেরায় অপরাধের কথা কবুল করেছে অভিযুক্ত। ওই ভিডিওটি পর্নসাইট থেকে মুছে দেওয়ার ব্যবস্থা করেছে পুলিশ।