বেঙ্গালুরু: এ মহিলার পিছু নেওয়া এবং তাঁর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগে এক আইটি কর্মীকে রাস্তায় লাইটপোস্টে বেঁধে বেধড়ক পেটাল জনতা।

পুলিশ জানিয়েছে, অফিস থেকে বাড়ি ফেরার পথে বছর ২৫-এর ওই মহিলাকে রাস্তায় প্রায়শই উত্যক্ত করেত ওই ব্যক্তি। ঘটনাটি স্বামীকে জানান ওই মহিলা। এরপরই ঘটনার দিন মহিলার স্বামী ও তাঁর বন্ধুদের একটি দল এসে ধরে ফেলে ওই ব্যক্তিকে। ইলেকট্রিকের পোলের সঙ্গে ওই ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে তাঁরা। যোগ দেয় স্থানীয়রাও। গোটা ঘটনা ভিডিওর মাধ্যমে ক্যামেরাবন্দি হয়।

পুলিশ জানিয়েছে, মহিলার স্বামী আগেও সতর্ক করেছিল অভিযুক্তকে। কিন্তু তোয়াক্কা না করেই হেনস্থা করে যায় সে। এরপরই স্থানীয় লোকজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে অভিযুক্তকে মারধর করেন মহিলার স্বামী। পুলিশকে খবর না দিয়েই আইন নিজেদের হাতে তুলে নেয় ওই মহিলার স্বামী ও তাঁর সঙ্গীরা।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। অভিযুক্তকে থানায় ধরে নিয়ে যায়। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেননি ওই মহিলা। পুলিশ থানায় অভিযুক্তকে কড়া ভাষায় সতর্ক করে ছেড়েও দেয়।