পুণে: স্ত্রীর ফোন নম্বর সহ অন্যন্য তথ্য এসকর্ট সাইটে দেওয়ার অভিযোগে গ্রেফতার এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার।


পুলিশ জানিয়েছে, বছর ৩৫-এর ওই ইঞ্জিনিয়ার ছত্তিশগড়ের বিলাসপুরের বাসিন্দা। বর্তমানে রাজীব গাঁধী ইনফোটেক পার্কে একটি সংস্থায় কর্মরত সে। ওই ইঞ্জিনিয়রের বিরুদ্ধে অভিযোগ, স্ত্রীর ফোন নম্বর এবং বিস্তারিত তথ্য এসকর্ট সার্ভিসের সাইটের ওয়েবসাইটে পোস্ট করেছে সে। তাঁর স্ত্রীর বয়স ৩৩। জোর করে স্ত্রীকে অপরাধমূলক কাজে বাধ্য করতে চাওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করেছে হিনজেওয়াড়ি থানার পুলিশ।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি ওই মহিলা থানায় অভিযোগ জানান, অপরিচিত কোনও ব্যক্তি তাঁর ফোন নম্বর এসকর্ট সার্ভিসের ওয়েবসাইটে পোস্ট করেছে। রোজই অচেনা লোকজনের কাছ থেকে অশ্লীল ফোনকল আসছে। অতিষ্ট হয়ে উঠেছে তার জীবন। তথ্যপ্রযুক্তি ধারায় অভিযোগ দায়ের হয়। ওই মহিলাও একটি সফ্টওয়্যার কোম্পানিতে কাজ করেন।

মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। যে ইলেকট্রনিক ডিভাইস থেকে সেসব ওই ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল সেই ইন্টারনেট প্রোটোকল(আইপি)-এর হদিশ পায় পুলিশ। সেই আইপি-র ঠিকানা দেখেই নির্দ্দিষ্ট জায়গাটি খুঁজে বার করে পুলিশ। দেখা যায়, ওই মহিলার বাড়ি থেকেই তা করা হয়েছে। পুলিশ জানতে পারে, তাঁর স্বামীর ট্যাবলেট থেকেই সমস্ত তথ্য আপলোড করা হয়েছে।

জেরায় সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে ওই ইঞ্জিনিয়ার। তিনি জানিয়েছেন, স্ত্রীর নম্বর ও অন্যান্য তথ্য তিনিই ওয়েবসাইটে আপলোড করেছেন।