মুম্বই: কৃষ্ণসার শিকার মামলায় শনিবার সলমন খান জামিন পেয়ে যোধপুর সেন্ট্রাল জেল থেকে মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফেরার পর তাঁকে স্বাগত জানাতে যখন বাইরে তাঁর অনুগামী, ভক্তরা ভিড় জমিয়েছিলেন, সেখানে অসাবধানতার ফলে অনেকেরই মোবাইল খোয়া যায়।এবার হারানো মোবাইলের হদিশ পাওয়া গেল। ১২টি মোবাইল হাতানোর দায়ে বিশাল যাদব নামে বান্দ্রা ইস্টের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিশালের বয়স ১৯।

পুলিশ জানিয়েছে, সলমনের বান্দ্রার বাসভবনের বাইরে ভিড়ে মিশে গিয়ে মোবাইল চুরি করেছিল সে। এখনও পর্যন্ত দুটি মোবাইল পাওয়া গিয়েছে। বাকি ১০টি উদ্ধারের চেষ্টা চলছে।
সলমনের বাড়ির বাইরে থেকে মোবাইল হারানোর পর থানায় চুরির অভিযোগ দায়ের করেন আতহার আসলাম খান নামে এক ব্যক্তি। তদন্তে নামে পুলিশ। শনিবার রাতে পুলিশের টহলদার বাহিনীর নজরে পড়ে যায় যাদব। তাকে আটক করে জেরা করা হয়। চুরির কথা স্বীকার করে সে।

যাদবকে স্থানীয় আদালতে তোলা হলে বিচারক আগামীকাল পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে পাঠায়।