ভুবনেশ্বর: এবার ওড়িশায় স্মার্টফোন বিস্ফোরণের শিকার হলেন ১৮ বছরের এক তরুণী। মোবাইল ফোন চার্জে বসিয়ে কথা বলছিলেন তিনি। তখনই ঘটে বিস্ফোরণ।
মৃতার নাম উমা ওরাম, বাড়ি ওড়িশার খেড়িয়াকানি গ্রামে। জানা গিয়েছে, বিস্ফোরণে তাঁর হাত, বুক ও পা পুড়ে যায়। হাসপাতালে নিয়ে আসার অল্প পরেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।
উমার ভাই দুর্গাপ্রসাদ জানিয়েছেন, তাঁর বোনের নোকিয়া মোবাইলে একেবারে চার্জ ছিল না, তাই তা চার্জে বসিয়ে তাতেই এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন তিনি। বিস্ফোরণের ফলে তিনি অজ্ঞান হয়ে যান, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা এর আগেও ঘটেছে এ দেশে। তবে স্যামসাংয়ের মত বড় ব্র্যান্ড তাদের ফ্ল্যাগশিপ মডেলগুলি সাধারণের জন্য নিরাপদ করে তৈরি করার চেষ্টা করে। আইফোন, জিয়াওমি ও হুয়ায়েই স্মার্টফোন ব্যবহারের সময় বিস্ফোরণের খবর এসেছে। এমনকী বিস্ফোরণ হয়েছে জিয়াওমির সবথেকে বিক্রি হওয়া রেডমি নোট ৪-এও। ফোনটিতে চার্জ দেওয়াও হচ্ছিল না, দোকানি শুধু তাতে সিমকার্ড ভরার চেষ্টা করেন। তখনই ঘটে বিস্ফোরণ।
ফোন চার্জে বসিয়ে কথা, ওড়িশায় বিস্ফোরণে মারা গেলেন তরুণী
ABP Ananda, Web Desk
Updated at:
20 Mar 2018 01:25 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -