পাড়ার ছেলেদের সঙ্গে মেলামেশা পছন্দ নয়, দিদিকে গলায় দোপাট্টার ফাঁসে মেরে ফেলল ভাই!
Web Desk, ABP Ananda | 28 Aug 2018 02:45 PM (IST)
পালঘর (মহারাষ্ট্র): পাড়ার ছেলেদের সঙ্গে দিদির মেলামেশা পছন্দ হয় না বলে তাকে মেরে ফেলল ১৭ বছরের ভাই। মহারাষ্ট্রের পালঘরের ঘটনা। পুলিশ ইনস্পেক্টর ভারত যাদব জানিয়েছেন, ঘটনাটি ভালিভ এলাকার। ১৯ বছরের মেয়েটি এলাকার ছেলেদের সঙ্গে মিশত বলে খুশি ছিল না ছেলেটি। পাড়া-প্রতিবেশীরাও এ নিয়ে তাদের পরিবারকে টিটকিরি দিত। ছেলেটি এর আগে দিদিকে এজন্য বকাঝকা, এমনকী মারধরও করেছে। গতকাল বাবা-মা কাজে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার পর সে দিদিকে গলায় দোপাট্টার ফাঁস পরিয়ে হত্যা করে বলে অভিযোগ। ভালিভ থানার পুলিশ পরে ছেলেটিকে পাকড়াও করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে। মেয়েটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।