মেহন্দি হয়ে গেল, ১৯ শে পটনা বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি কলেজ ময়দানে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয়ে লালুর ছেলে তেজপ্রতাপের
Web Desk, ABP Ananda | 10 May 2018 01:09 PM (IST)
পটনা: মেহন্দি অনুষ্ঠান হয়ে গেল গতকাল রাতে। পটনায়। লালুপ্রসাদ যাদবের বাড়িতে এখন উতসবের মেজাজ। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সভাপতির বড় ছেলে তেজপ্রতাপের বিয়ে ১৯ মে। বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে। পাত্রী দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ঐশ্বর্য রাই। পাত্রী লালুর দলের ৬ বারের বিধায়ক চন্দ্রিকা রাইয়ের মেয়ে। চন্দ্রিকা লালুর জমানায় তাঁর সরকারের মন্ত্রীও ছিলেন। ৩০ বছরের তেজপ্রতাপ আরজেডি বিধায়ক। বিয়ের আসর বসছে পটনা বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি কলেজ ময়দানে। তেজপ্রতাপের হুমকির পর ওখানে ছেলের বিয়ের আয়োজন করেছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীও। ছেলের বিয়ে বলে কথা। বিয়েতে থাকার জন্য বুধবার ৫ দিনের প্যারোলে ছুটি পেয়েছেন লালু। একাধিক পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালু ১৪ বছরের কারাবাসের সাজা খাটছেন। সপ্তাহখানেক আগে নয়াদিল্লির এইমস হাসপাতাল থেকে লালুকে ছেড়ে দিয়ে রাঁচির হাসপাতালে ফেরত্ পাঠিয়ে দেওয়া হয়। এইমসে লালুর চিকিত্সা করা ৬ জন ডাক্তারের টিম জানায়, তিনি আগের চেয়ে ভাল আছেন, রাঁচি যেতে পারবেন। গত ১৯ এপ্রিল পটনার এক ফাইভ স্টার হোটেলে তেজপ্রতাপ ও ঐশ্বর্যর আংটি বদল হয়। কর্তা লালুকে বাদ দিয়ে ওই পরিবারে এমন কোনও বড় অনুষ্ঠান এই প্রথম। এরকম খুশির দিনে বাবাকে মিস করছেন, ট্যুইটে খেদ প্রকাশ করেছিলেন তেজপ্রতাপ, তাঁর ভাই তেজস্বী দুজনেই।