পানাজি: দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ফ্রান্সের রাফাল সহ বিশ্বের অন্যান্য দেশে তৈরি যুদ্ধবিমানের মতোই সক্ষম বলে দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর।
গোয়ায় এক অনুষ্ঠানে পর্রীকর বলেছেন, লাইট কমব্যাট এয়ারক্র্যাফট তেজসে সাড়ে তিন টন ক্ষেপণাস্ত্র বহন করা যায়। এই যুদ্ধবিমান ৪৫০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। অন্যদিকে, দুটি ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান রাফালে ৯ টন ক্ষেপণাস্ত্র বহন করা যায়। রাফাল ৯০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। তেজসের যে খামতিগুলি রয়েছে, সেগুলি দ্রুত পূরণ করা হবে। এক বছরের মধ্যেই নতুন চেহারার তেজস তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাফালের মতোই সক্ষম তেজস, দাবি প্রতিরক্ষামন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
20 Nov 2016 09:41 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -