পটনা: বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে প্রতিপক্ষ শিবিরগুলির বাকযুদ্ধ চরমে। ভোটের দিন যত এগিয়ে এসেছে, একে অপরের প্রতি আক্রমণ আরও তীক্ষ্ণ হয়েছে। বুধবার প্রথম দফার ভোট। তার আগে তাঁর পরিবারের ওপর মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের আক্রমণের জবাব দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেছেন, তাঁদের পরিবারকে আক্রমণ করতে গিয়ে নীতীশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করে ফেলেছেন।
তেজস্বী বলেছেন, আমার পরিবার সম্পর্কে মন্তব্য করে নীতীশ কুমার প্রধানমন্ত্রী মোদিকেও নিশানা করছেন। প্রধানমন্ত্রীরও তো ছয় সহোদর। এ ধরনের ভাষা ব্যবহার করে নীতীশ কুমার মহিলাদের ও আমার মায়ের ভাবাবেগকে অপমান করছেন। তাঁরা দুর্নীতি, বেকারত্বর মতো জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে কিন্তু কথা বলছেন না।
সোমবার এক প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে নীতীশ নয় সন্তান থাকা নিয়ে তেজস্বীর বাবা তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে খোঁচা দিয়েছিলেন। লালুর নাম উল্লেখ না করেই অভিযোগ করেছিলেন যে আরজেডি প্রধানের কন্যাদের ওপর কোনও আস্থা নেই। দুই ছেলেকেই সামনে তুলে ধরতে আগ্রহী তিনি।
নীতীশ বলেছিলেন যে, 'তিনি (লালু যাদব) আট-নয় সন্তানের জন্ম দিয়েছেন। তাঁর কন্যাদের ওপর কোনও আস্থা নেই। বেশ কয়েকজন কন্যা সন্তানের পর তাঁর দুই সন্তানের জন্ম হয়। কোন ধরনের বিহার আপনারা চান? এ ধরনের বিহারই কি আপনারা চান? এমন চললে বিহারের সমূহ সর্বনাশ হবে। সবকিছু নষ্ট হয়ে যাবে'।
২০০৫ থেকে একাদিক্রমে ক্ষমতায় রয়েছেন নীতীশ। এবার চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে সামিল তিনি। বেশ কয়েকটি সমাবেশে ভিড়ের মধ্যে একাংশের আচরণে ক্ষুব্ধ হয়ে মেজাজ হারিয়েছেন নীতীশ। তাঁর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীকে ব্যক্তিগত আক্রমণও করেছিলেন তিনি।
এর আগে ট্যুইট করে নীতীশের আক্রমণের জবাব দিয়েছেন তেজস্বী। তিনি লিখেছেন, আমার বিরুদ্ধে ব্যবহার করা নীতীশজীর প্রত্যেকটি শব্দই আশীর্বাদ। নীতীশজী মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত। তাই তিনি যা খুশি বলে যাচ্ছেন। আমি তাঁর এই সব শব্দ আশীর্বাদ হিসেবেই গন্য করছি। এবার বিহার কর্মসংস্থান ও উন্নয়নের মতো ইস্যুগুলি নিয়ে ভোটদানের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী বুধবার বিহারের ২৪৩ আসনের মধ্যে ৭১ টি বিধানসভা আসনে প্রথম পর্বে ভোটগ্রহণ করা হবে। ৩ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট হবে ৯৪ আসনে। ৭ নভেম্বর তৃতীয় পর্যায়ে ৭৮ আসনে ভোট। ভোট গণনা ১০ নভেম্বর।