পটনা: যোগী আদিত্যনাথের সাহস থাকলে উত্তরপ্রদেশে মদ নিষিদ্ধ করে দেখান দেখি! চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তেজস্বী যাদব।
দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের শাসন ভার হাতে নিয়েই বেআইনি কসাইখানা বন্ধ করে দিতে বলেছেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। পথেঘাটে ইভটিজিং রুখবে বলে দাবি করে গঠন করেছেন রোমিও-দমন স্কোয়াডও। তা নিয়েই তাঁকে কটাক্ষ করেছেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী, যিনি আবার বিহারে নীতীশ কুমার সরকারের উপ মুখ্যমন্ত্রীও।
নীতীশকুমারের মহাজোট সরকার গত বছরের ৫ এপ্রিল গোটা রাজ্যে মদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করেছে। সেই উদাহরণ টেনে তেজস্বীর মন্তব্য, সত্যি সত্যিই যোগী হয়ে থাকলে, প্রকৃত ধার্মিক মানুষ হলে বিহারের মতোই উত্তরপ্রদেশে মদের ওপর নিষেধাজ্ঞা চালু করা উচিত আদিত্যনাথের। তেজস্বী বলেছেন, মদ খুবই খারাপ। স্বাস্থ্য ও সমাজ, দুইয়েরই ক্ষতি করে। যোগীজী, মানুষকে বোকা বানাবেন না। রোমিও দমন স্কোয়াডের মতো মদ-বিরোধী বাহিনী তৈরি করুন!
সত্যিই ‘যোগী’ হলে বিহারের মতো উত্তরপ্রদেশে মদ নিষিদ্ধ করুন আদিত্যনাথ! চ্যালেঞ্জ তেজস্বীর
Web Desk, ABP Ananda
Updated at:
25 Mar 2017 02:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -