নিজামাবাদ: তেলেঙ্গানার নিজামাবাদ জেলার আভাঙ্গাপটনম গ্রামে বেআইনি খনি সংক্রান্ত খবর নিতে গিয়ে প্রহৃত হলেন ২ দলিত যুবক। স্থানীয় এক বিজেপি নেতা তাঁদের মারধর তো করেছেনই, কাদা ভরা ডোবায় ডুব দিতে বাধ্য করেছেন বলে অভিযোগ। এমনকী বিষয়টি জানাজানি হতে গতকাল ওই দুই যুবককে তিনি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর কোন্দ্রা লক্ষ্মণ ও রাজেশ্বর নামে আভাঙ্গাপটনম গ্রামের ২ যুবক গ্রামের বাইরের বেআইনি খনন কার্য নিয়ে খোঁজখবক নিচ্ছিলেন। তখন খনির মালিক এম ভরত রেড্ডি নামে স্থানীয় বিজেপি নেতা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ। একটা লাঠি দিয়ে ওই যুবকদের মারধর করেন তিনি, মাটিতে নাক ঠেকাতে বাধ্য করেন, ক্ষমা চাওয়ান।

এতেই শেষ নয়, অভিযোগকারীদের কাদা ভরা ডোবায় ডুব দিতেও বাধ্য করেন তিনি। ওই যুবকরা বারবার তাঁর কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেও রেহাই মেলেনি।

ভরত রেড্ডি অবশ্য যে সে নন, তিনি এলাকার নাম করা বাহুবলী, তাঁর নামে দুটি খুনের অভিযোগ রয়েছে। জেলার নানা পুলিশ স্টেশনে একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বছরচারেক গা ঢাকা দিয়ে থাকার পর আবার নিজের গ্রামে দেখা দিয়েছেন তিনি, বিজেপির নানা অনুষ্ঠানে যোগও দিচ্ছেন।

পুলিশ বলেছে, সেপ্টেম্বরের ওই ঘটনার ব্যাপারে তারা এতদিনে একটি অভিযোগ পেয়েছে, অভিযুক্তকে শিগগিরই গ্রেফতার করা হবে। স্থানীয় বিজেপির আবার দাবি, রেড্ডি তাদের কেউ নন, মিসড কল দিয়ে বিজেপির সদস্য হন তিনি।