হায়দরাবাদ: করোনা পরীক্ষা ও চিকিৎসার খরচ বেঁধে দিল তেলঙ্গনা সরকার। কোভিড-১৯ পরীক্ষা করাতে খরচ হবে ২২০০ টাকা। কর্পোরেট হাসপাতালে রোগীকে ভর্তি করা হলে প্রত্যেক দিনের জন্য ৪ হাজার টাকা করে খরচ হবে।
রাজ্যের মুখ্যসচিব ও প্রশাসনের অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ওই বৈঠকের পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ই রাজিন্দর জানান যে, বেসরকারি ল্যাবরেটরিগুলোকে করোনা পরীক্ষায় ছাড়পত্র দেওয়া হচ্ছে। প্রত্যেকের করোনা পরীক্ষার জন্য খরচ ধার্য হয়েছে ২২০০ টাকা। যদি হাসপাতালে ভর্তি কোনও রোগীর অবস্থার অবনতি হয় এবং তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়, তাহলে দৈনন্দিন খরচ পড়বে ৭৫০০ টাকা। সংকটজনক রোগীকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলে দৈনন্দিন খরচ পড়বে ৯ হাজার টাকা।
তবে রোগীকে ভাইরাসের প্রকোপ রোখার জন্য ইঞ্জেকশন দিতে হলে তার জন্য আলাদা খরচ পড়বে। এরকম ইঞ্জেকশনের দাম ৪০ থেকে ৫০ হাজার টাকা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তেলঙ্গনায় প্রত্যেকদিন সাড়ে ৭ হাজার পরীক্ষা করার পরিকাঠামো রয়েছে। আগামী ১০ দিনে হায়দরাবাদ ও সংলগ্ন অঞ্চলে ৫০ হাজার পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসার খরচ বেঁধে দিল তেলঙ্গনা সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2020 09:38 PM (IST)
রোগীকে ভাইরাসের প্রকোপ রোখার জন্য ইঞ্জেকশন দিতে হলে তার জন্য আলাদা খরচ পড়বে। এরকম ইঞ্জেকশনের দাম ৪০ থেকে ৫০ হাজার টাকা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -