হায়দরাবাদ: বিধায়কদের জন্য এবার জনসাধারণের অর্থে বাড়ি ও অফিস বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। ১১৯টি বিধানসভার ১০৪টিতে তৈরি হবে এই অফিস কাম রেসিডেন্স। খরচ পড়বে ১ কোটি টাকা করে।


৬৫টি কেন্দ্রে এই নির্মাণকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। টিআরএস সরকারের বক্তব্য হল, যাতে জনগণ সব সময় বিধায়কদের সাহায্য পেতে পারেন, সে কথা মাথায় রেখে এই প্রকল্প হাতে নিয়েছে তারা।

বিরোধীরা অবশ্য এই প্রকল্পকে ‘মানুষের অর্থের অপরাধমূলক নয়ছয়’ বলে অভিহিত করেছে। তাদের বক্তব্য, প্রশাসনিক পরিকাঠামো তৈরির নামে বিধায়কদের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের পিছনে করদাতাদের টাকা উড়িয়ে টিআরএস সরকার বুঝিয়ে দিয়েছে, তাদের জনগণের প্রতি কোনও দায়বদ্ধতা নেই। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নিজের জন্য সরকারের প্রায় ১০০ কোটি টাকা খরচ করে আর একটি সরকারি বাসভবন তৈরি করিয়েছেন। আরও ১০০ কোটি টাকা বরবাদ করে এবার বিধায়কদের দ্বিতীয় সরকারি বাসভবন উপহার দেওয়ার পথে হাঁটছেন তিনি। অথচ গরিব মানুষকে দুই বেডরুমের বাড়ি উপহারের প্রতিশ্রুতি দিয়ে টিআরএস ক্ষমতায় এলেও সেই প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে তাদের উচ্চবাচ্য নেই। ভোটে সাধারণ মানুষ তাঁদের এই পদক্ষেপের যোগ্য জবাব দেবেন।