নয়াদিল্লি: উদ্ধব ঠাকরে রবিবারই জানিয়েছিলেন যে, মহারাষ্ট্র থেকে ৩০ জুনের পর লকডাউন না তুলে, তা আরও বাড়ানো হতে পারে। সোমবারই ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। এবার সেই পথে হেঁটে লকডাউন বাড়ানোর পথে হাঁটতে পারে তেলঙ্গনা ও তামিলনাড়ুও।

তেলঙ্গনাতে নতুন করে ছড়াচ্ছে সংক্রমণ। আক্রান্ত হয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মেহমুদ আলি। সূত্রের খবর, মন্ত্রীর নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর থেকেই সংক্রমিত হয়েছেন মেহমুদ আলি। হায়দরাবাদের একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগও উঠছে। বলা হচ্ছে, নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত হওয়ার পরেও কোয়ারেন্টিনে যাননি মেহমুদ। উল্টে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়দরাবাদের পুলিশ কমিশনারও।

তেলঙ্গনায় এখন ১৪ হাজারের কিছু বেশি সংক্রমিত। গ্রেটার হায়দরাবাদ পুরসভার অন্তর্গত এলাকায় আরও ১৫ দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণার পরিকল্পনা করছে প্রশাসন। তবে পুরো রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর সম্ভাবনাও রয়েছে পুরো মাত্রায়।

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ১ লক্ষ ৬৪ হাজারেরও বেশি আক্রান্ত। যা গোটা দেশের সংক্রমিতের নিরিখে প্রায় এক তৃতীয়াংশ। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড আগেই লকডাউনের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।

তামিলনাড়ুতে করোনা কবলিত এলাকা বা হটস্পটগুলিতে লকডাউন মানা হচ্ছে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে গোটা রাজ্যে লকডাউন বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী এডাপ্পাড়ি কে পালানিস্বামী। তামিলনাড়ুতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৮২ হাজারের কিছু বেশি।