রাস্তায় পড়ে দুর্ঘটনায় নিহতের দেহ, ভ্রুক্ষেপ না করেই বেরিয়ে গেল মন্ত্রীর কনভয়
ABP Ananda, web desk | 20 Dec 2016 07:19 PM (IST)
বিজয়ওয়াড়া: রাস্তার ধারে পড়ে পথ দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করেই বেরিয়ে গেল তেলঙ্গানার মন্ত্রী আজমীরা চন্দুলালের কনভয়। এই ছবি ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। মন্ত্রীর উদাসীন মনোভাবের সমালোচনায় সরব নেটিজেনরা। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার তাদুরি মধুসূধন চারির মোটরসাইলেকে ধাক্কা মারে একটি ট্রাক। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু। বন্ধু দুজন রক্ষা পেলেও মারা যান ৩০ বছরের তাদুরি। তিনিই বাইক চালাচ্ছিলেন। স্থানীয়রা দুর্ঘটনায় জখম তাদুরিকে হাসপাতালে পাঠানোর জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন। সেই সময় সেখান দিয়ে চলে যায় রাজ্যের পর্যটন ও আদিবাসী কল্যাণমন্ত্রী আজমীরার কনভয়। এর সাফাই দিতে গিয়ে মন্ত্রী বলেছেন, রাস্তার ধারে একটি দেহ তিনি দেখেছিলেন। কিন্তু তাঁর এক আত্মীয় গুরুতর অসুস্থকে দেখতে যাচ্ছিলেন। তাই তাড়া থাকায় তিনি থামতে পারেননি।