হায়দরাবাদ: সিনেমায় অভিনীত চরিত্রের নাম ও ছবি দেখে নায়ক নায়িকাদের আসল নাম লেখো! সপ্তম শ্রেণির পড়ুয়াদের সাধারণ জ্ঞানের বই দেখে হতবাক অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ। এটা কী করে পাঠ্যের অন্তর্গত হতে পারে, এই প্রশ্নই উঠছে।
তেলঙ্গনার রঙ্গারেড্ডি জেলার একটি বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণির সাধারণ জ্ঞানের বই ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, সাধারণ জ্ঞানের বইতে রয়েছে অক্ষয় কুমার, ক্যাটরিনা কইফ, দিলীপ কুমার, রজনীকান্তের মতো বলিউডি তারকাদের ছবি ও সিনেমার নাম। সেই ছবি দেখেই তাদের লিখতে হবে ওই অভিনেতা অভিনেত্রীদের আসল নাম।
এই অভিযোগ উঠতে জেলাশাসক জানান, ওই স্কুলের কাছে এরকম বই ও প্রশ্ন নির্বাচন করার জন্য ওই স্কুলের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এখনও এবিষয়ে মুখ খোলেনি। তিনি আরও বলেন, 'যে ব্যক্তিত্বরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ, বা নোবেল পুরষ্কারে সম্মানিত হয়েছেন তাঁদের কথা পড়ুয়াদের শেখানো যেতে পারে। কিন্তু অভিনেতা অভিনেত্রীদের নাম শেখানো যুক্তিহীন।'
সপ্তম শ্রেণির সাধারণ জ্ঞানের বইয়ে অক্ষয়, ক্যাটরিনা, রজনীকান্তের ছবি, সিনেমা! বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2020 06:47 PM (IST)
সিনেমায় অভিনীত চরিত্রের নাম ও ছবি দেখে নায়ক নায়িকাদের আসল নাম লেখো! সপ্তম শ্রেণির পড়ুয়াদের সাধারণ জ্ঞানের বই দেখে হতবাক অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ। এটা কী করে পাঠ্যের অন্তর্গত হতে পারে, এই প্রশ্নই উঠছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -