শিক্ষকের বকাঝকা, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা তৃতীয় ক্লাসের ছাত্রের
Web Desk, ABP Ananda | 18 Aug 2017 08:32 PM (IST)
হায়দরাবাদ: শিক্ষক বকাঝকা করায় হায়দারাবাদের তেলঙ্গানার ওয়ানাপারথি জেলার ক্লাস থ্রির ৯ বছরের পড়ুয়ার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা। পুলিশ জানিয়েছে, গতকাল বাড়ি ফিরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগায় ছেলেটি। পরিবারের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শরীরের ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় ছেলেটিকে হায়দরাবাদের এক হাসপাতালে ভর্তি করা হয়। তেলঙ্গানার শ্রীরঙ্গাপুর মন্ডলের সেরলিপল্লীর প্রাইমারি স্কুলের ছেলেটির ঘটনার ব্যাপারে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, ঠিকমতো পড়াশোনা না করায় ছেলেটিকে হেনস্থা করেছেন শিক্ষক। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত শিক্ষক আজ স্কুলে না আসায় তাঁকে জেরা করা হয়নি। এদিকে শহরের একটি শিশু মানবাধিকার সংক্রান্ত এনজিও ওই শিক্ষককে বরখাস্ত করে গ্রেফতার দাবি করেছে। তাদের অভিযোগ, ওই শিক্ষক সবার সামনে ওই ছাত্রকে প্রচণ্ড মারধর করেন, এই অপমান সে সহ্য করতে না পেরেই আত্মঘাতী হতে গিয়েছিল।