নির্ভয়ার মা বলেছেন, অভিযুক্তরা তাদের অপরাধের শাস্তি পেল।
অন্যদিকে, নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিংহ বলেছেন, হায়দরাবাদের নির্যাতিতার পরিবার এই ঘটনায় স্বস্তি পাবেন। অন্তত তাঁদের তো এই দুঃখ থাকবে না যে, তাঁদের মেয়ের খুনিরা এখনও বেঁচে রয়েছে। তাঁদের আমাদের মতো খেদ থাকবে না। এনকাউন্টার প্রসঙ্গে তিনি বলেছেন, পুলিশ যা করেছে, ভালোই করেছে। এমনটা না করলে পুলিশকে নিয়েই প্রশ্ন উঠত। তিনি বলেছেন, নির্ভয়াকাণ্ডের অভিযুক্তদের ফাঁসি দেওয়া দেওয়া উচিত। তাদের কঠোর শাস্তি দেওয়া দরকার।
হায়দরাবাদের নির্যাতিতা পশু চিকিত্সকের বাবা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ১০ দিন হল আমার মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ ও সরকারকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মেয়ের আত্মা শান্তি পাবে।