নয়াদিল্লি: আন্তর্জাতিক সংস্থার রিপোর্টকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গাঁধী। জবাবে, কংগ্রেস সভাপতিকে জবাব দিল বিজেপি।


অক্সফাম রিপোর্টকে হাতিয়ার করে সুইৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনীতি সম্মেলনে যোগ দেওয়া প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে রাহুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, সুইৎজারল্যান্ডে স্বাগত। দয়া করে দাভোসে বলবেন, কেন দেশের ১ শতাংশ মানুষের হাতে দেশের মোট সম্পদের ৭৩ শতাংশ থাকবে? এর জন্য আমি ওই রিপোর্টের একটি কপিও জুড়ে দিচ্ছি, যাতে আপনার সুবিধে হয়।


https://twitter.com/OfficeOfRG/status/955764855289536512

প্রসঙ্গত, সদ্য প্রকাশিত অক্সফাম রিপোর্টে দাবি করা হয়েছে, গত আর্থিক বছরে ভারতের ধনীরা আরও ধনী হয়েছেন। দেশের মোট সম্পদের ৭৩ শতাংশই রয়েছে মাত্র ১ শতাংশ ধনী ব্যক্তির হাতে। দশটি দেশের ৭০ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এমনই রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক অধিকার সংগঠন অক্সফাম।


এই রিপোর্ট অনুযায়ী, গত আর্থিক বছরেই ধনীর সংখ্যায় সেঞ্চুরি করেছে ভারত। ধনকুবেরের তালিকায় ঢুকেছেন ১৭ জন।  ভারতের ধনকুবেরদের সম্পদ পৌঁছেছে প্রায় ২১ লক্ষ কোটি ডলারে। যা সমস্ত রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা বাজেটের প্রায় ৮৫ শতাংশের সমান।


যদিও, রাহুলের আক্রমণের জবাব দিতে ময়দানে নেমে পড়ে বিজেপি। কংগ্রেস সভাপতিকে উত্তর দিতে গিয়ে এই পরিস্থিতির জন্য উল্টে গাঁধী পরিবারের নীতির দিকেই অভিযোগের আঙুল তোলেন বিজেপি জাতীয় মুখপাত্র জিভিএল নরসিংহ।


https://twitter.com/GVLNRAO/status/955771529999953920

তিনি বলেন, প্রিয় রাহুলজি, এই বৈষম্য হল আপনার পরিবারের অধিকারপ্রাপ্ত নেহরু কংগ্রেসের ‘দারিদ্র্য টিকিয়ে রাখার’ শাসন নীতির ভয়ঙ্কর পরিণতি, যার মাধ্যমে শুধুমাত্র কংগ্রেসিরাই ধনী হয়েছে।


রাহুলের মন্তব্যকে তিনি কটাক্ষ করে বলেন, কংগ্রেসের ‘গরিবি হঠাও’ স্রেফ স্লোগান ছিল। কিন্তু বিজেপির ‘সবকা সাথ সবকা বিকাশ’ হল সরকারের শাসন নীতি। তিনি যোগ করেন, গত সাড়ে তিন বছরে গরিবদের হিতে নিরন্তর প্রচেষ্টা করেছে এবং একাধিক প্রকল্প হাতে নিয়েছে।