ধর্মীয় স্থান ‘অপবিত্রকরণ’ নিয়ে জম্মুতে অশান্তি অব্যাহত, শান্তির আহ্বান মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2016 05:05 AM (IST)
শ্রীনগর: একটি প্রাচীন ধর্মস্থান ‘অপবিত্র’ করার ঘটনায় এখনও অশান্ত জম্মু। বিক্ষোভে ফেটে পড়া দক্ষিণপন্থী সংগঠনগুলি বেশ কয়েকটি যানবাহন পুড়িয়ে দিয়েছে, পাথর ছোঁড়া হয়েছে পুলিশের ওপর। জবাবে পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস দিয়ে বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা করেছে। বুধবার থেকেই বন্ধ রয়েছে ১০টি জেলায় মোবাইল পরিষেবা। রূপনগর এলাকায় আপ শম্ভু মন্দির নামে ওই প্রাচীন ধর্মস্থান ‘অপবিত্র’ করার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে অশান্তি। অভিযুক্ত মহম্মদ ইয়াসিরকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের দাবি, সে মানসিকভাবে অসুস্থ। তার ভাই তনভির আহমেদকেও আটক করা হয়েছে। ইয়াসিরের মানসিক সমস্যা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত চলছে বলে খবর। পাশাপাশি এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে স্থানীয় পুলিশের হেড কনস্টেবল রহমতউল্লাকে। ধর্মীয় স্থান অপবিত্রকরণের ঘটনায় প্রধান পুরোহিত ও অন্যান্যরা অভিযোগ জানাতে গেলে তিনি তো অভিযোগ নেনইনি, তাঁদের সঙ্গে দুর্বব্যহার করেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতে বিক্ষোভে ফেটে পড়েছে গোটা জম্মু। বিক্ষোভেকারীরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শান্তি বজায় রাখার জন্য স্থানীয় মানুষের কাছে আবেদন জানিয়েছেন। কিছু শক্তি রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি। অশান্তি থামানোর পদক্ষেপ হিসেবে আন্দোলনরত ২২জন তরুণকে বিনা শর্তে জেল থেকে মুক্ত করা হয়েছে। জম্মু কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী বালি ভগত স্থানীয় পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছেন। বৈঠক করেছেন দক্ষিণপন্থী গোষ্ঠীগুলির সঙ্গেও।