নাসিক: হাজি আলি দরগায় ঢুকলেও গর্ভগৃহে ঢোকার চেষ্টা করেননি তিনি। এবার নাসিকের বিখ্যাত কপালেশ্বর মন্দিরের গর্ভগৃহে ঢোকার চেষ্টা করে আক্রান্ত হলেন ভূমাতা ব্রিগেড নেত্রী তৃপ্তি দেশাই। তাঁর অভিযোগ, শুক্রবার ভোরে দলবল নিয়ে কপালেশ্বর মন্দিরে ঢোকার সময় বাইকে করে গুন্ডারা এসে তাঁদের ওপর ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। গাড়ির কাচ ভেঙে চুরমার করা হয়, ইটের ঘায়ে আহত হন বেশ কয়েকজন। পুলিশ ঘটনাস্থলে থাকা সত্ত্বেও তাঁদের কোনওরকম সাহায্য করেনি বলে অভিযোগ করেছেন তৃপ্তি। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দাবি, তাঁকে খুন করার জন্য পরিকল্পিত ষড়ষন্ত্র চলছে। এর আগে মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করার কথা বলে শনি শিঙ্গনাপুর ও ত্র্যম্বকেশ্বর মন্দিরের গর্ভগৃহে জোর করে ঢোকেন তৃপ্তি। কিন্তু হাজি আলির গর্ভগৃহে তিনি ঢোকার চেষ্টাই করেননি। তখনই প্রশ্ন ওঠে, তৃপ্তির অধিকার প্রতিষ্ঠার মানদণ্ড একেক ক্ষেত্রে একেকরকম কিনা।
কপালেশ্বর মন্দিরে ঢোকার চেষ্টা. আক্রান্ত সমাজকর্মী তৃপ্তি দেশাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2016 02:46 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -