পিথোরাগড়: উত্তরাখণ্ডের পিথোরাগড়ে পূর্ণগিরি মন্দিরে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ১১ তীর্থযাত্রীর। নিহতদের বেশিরভাগই কিশোর। পার্শ্ববর্তী জেলা চম্পাওয়াত জেলার মন্দিরে পায়ে হেঁটে যাওয়ার পথে পূণ্যার্থীর দলকে ধাক্কা মারে পিছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ডাম্পার। তানাকপুরের এসডিএম অনিল চান্যল বলেছেন, উত্তরপ্রদেশের বরেলি থেকে তীর্থযাত্রীরা পায়ে হেঁটে পাহাড়ের উঁচুতে মন্দিরে যাচ্ছিলেন। ভোর পাঁচটা নাগাদ তাঁদের ধাক্কা মারে ডাম্পারটি। নয়জনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় জখমের সংখ্যা ১১ জন। এসডিএম জানিয়েছেন, গুরুতর আহতদের খাতিমা হাসপাতাল এবং বাকিদের তানাকপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরই চম্পট দেন ডাম্পার চালক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।