এক বার্তায় সচিন বলেছেন, ‘আমার বাবাই প্রথমে অমিতজির নম্র ব্যবহারের কথা বলেন। তখন আমি খুব ছোট ছিলাম, তাই তাঁর কথা বুঝতে পারিনি। তবে যখনই অমিতজির সঙ্গে দেখা হয়, তাঁর বিনম্র ব্যবহারের বিষয়টি বুঝতে পারি। তাঁর সাফল্যের খিদেরও প্রশংসা করতেই হবে। অমিতজি ক্রমশঃ নিজেকে নতুনভাবে মেলে ধরছেন।’ অমিতাভকে দেখে প্রেরণা পাই, বলছেন সচিন
Web Desk, ABP Ananda | 11 Oct 2017 05:07 PM (IST)
মুম্বই: বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের ৭৫-তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকর। একইসঙ্গে তিনি অমিতাভের নম্র ব্যবহার এবং সাফল্যের খিদের কথা উল্লেখ করে তাঁর প্রশংসা করেছেন। তিনি ট্যুইট করে বলেছেন, অমিতাভের ছবি দেখে বড় হয়েছেন। এখনও তাঁর ছবি দেখেন। অমিতাভের কর্মশক্তি ও উদ্যম দেখে তিনি প্রেরণা পান।