নয়াদিল্লি: খেলোয়াড় জীবনে বহু সাফল্য পেয়েছেন। ভারতকে একের পর এক ম্যাচ জিতিয়েছেন। খেলা ছেড়ে দেওয়ার পর এবার সামাজিক কর্মকাণ্ডেও সাফল্য পাচ্ছেন সচিন তেন্ডুলকর। অন্ধ্র প্রদেশে তাঁর দত্তক নেওয়া গ্রামের চেহারা আমূল বদলে গিয়েছে। পুত্তামরজুভরি কান্দ্রিগায় এখন আর কেউ প্রকাশ্যে মলত্যাগ করেন না। মাস্টার ব্লাস্টার নিজেই ট্যুইটারে এই ঘোষণা করেছেন। তিনি আরও একটি গ্রাম দত্তক নেওয়ার কথা জানিয়েছেন।


 



 

২০১৪ সালের নভেম্বর মাসে নেরনুর গ্রাম পঞ্চায়েত এবং পুত্তামরজুভরি কান্দ্রিগা গ্রাম দত্তক নেন। সাংসদ আদর্শ গ্রাম যোজনা প্রকল্পে এই অঞ্চলে উন্নয়নের কাজ শুরু হয়। প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সচিন আজ গ্রামের বাচ্চাদের হাতে ক্রিকেট ব্যাট এবং ক্রীড়া সরঞ্জাম তুলে দেন।

 




নেরনুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে ৬২৭টি বাড়িতে ১,৮৯৫ জনের বাস। গ্রামবাসীরা মূলত উদ্যানপালন, মাছ চাষ, পশুপালনের কাজ করেন। সচিন দত্তক নেওয়ার আগে এখানে বিদ্যুৎ, পানীয় জলের বন্দোবস্ত ছিল না। মহিলারা বহুদূর থেকে পানীয় জল নিয়ে আসতেন। এখন ২৪ ঘণ্টা আলো, জলের ব্যবস্থা হয়েছে। রাস্তাঘাট, নিকাশী ব্যবস্থাও উন্নতি হয়েছে। সচিনের ছোঁয়াতে গ্রামবাসীদের জীবন বদলে গিয়েছে।