ভারতে বিদ্যুৎচালিত গাড়ি চালু করার পক্ষে সচিন
Web Desk, ABP Ananda | 02 Jul 2017 07:04 PM (IST)
মুম্বই: সচিন তেন্ডুলকরের গ্যারাজে অত্যাধুনিক গাড়ির অভাব নেই। দেশ-বিদেশের গাড়িতে ভর্তি। তবে এবার তিনিই দেশে বিদ্যুৎচালিত গাড়ি চালু করার পক্ষে মত প্রকাশ করলেন। কেন্দ্রীয় সরকার ২০৩০ সালের মধ্যে দেশে বিদ্যুৎচালিত গাড়ি চালু করার পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনাকে সমর্থন করে ক্রিকেটের কিংবদন্তী বলেছেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আরও ভাল পৃথিবী উপহার দেওয়া যায়, তার দিকে নজর দিতে হবে। এটা আমাদের দায়িত্ব।’ ভারতে দূষণ বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব জ্বালানি চালু করার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎচালিত গাড়ির পক্ষে সওয়াল করেছেন সচিন। তিনি বলেছেন, ‘পরিবেশ বান্ধব গাড়ি চালু করা সময়সাপেক্ষ বিষয়। এটা রাতারাতি চালু করা সম্ভব নয়। তবে আমাদের ঠিক পথে যাত্রা শুরু করা উচিত। আমার মনে হয় সারা বিশ্ব সেদিকেই এগিয়ে চলেছে। কিছুদিন পরে এর ফল পাওয়া যাবে।’ এ বছরের এপ্রিলে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী পীযূষ গয়াল বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে বিদ্যুৎচালিত গাড়ি চালু করতে চাইছে। এর মাধ্যমে জ্বালানি আমদানি এবং গাড়ি চালানোর খরচ কমানোই সরকারের লক্ষ্য। নীতি আয়োগও পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির বদলে বিদ্যুৎচালিত গাড়ি চালু করার প্রস্তাব দিয়েছে। এবারও সচিনও একই মত প্রকাশ করলেন।